গত বছরের ক্রিকেট বিশ্বকাপের পর থেকেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে তার অবসর নিয়ে তীব্র জল্পনা তৈরি হয়েছিল। তিনি হলেন এমএস ধোনি। ভারতের সর্বকালের সেরা উইকেটকিপার-অধিনায়ক। চলতি বছরের আইপিএলের আগে তিনি সব জল্পনার অবসান ঘটিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন। তবে আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে তিনি খেলা চালিয়ে যাবেন বলে জানা যায়।
আন্তর্জাতিক ক্রিকেটের বোঝা মাথা থেকে নেমে যাওয়ায় ধোনি এবারের আইপিএলে আরও ভালো খেলবেন বলে একটা প্রত্যাশা তৈরি হয়েছিল। তবে আইপিএলের ইতিহাসে এই প্রথমবার এত শোচনীয়ভাবে খেলল ধোনির চেন্নাই সুপার কিংস। কিংস ইলেভন পাঞ্জাবের পাশাপাশি সিএসকে বিদায় নিয়েছে প্লে অফের দৌড় থেকে। ব্যাট হাতে ধোনিকেও পুরোনো ছন্দে দেখা যায়নি। তাই বিভিন্ন মহল থেকে জল্পনা করা হচ্ছিল যে, আইপিএলের পরের মরসুমে ধোনিকে হয়তো দেখা যাবে না। তবে সিএসকে সমর্থকরা আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন।
এমএস ধোনি নিজেই জানিয়েছেন, ২০২১ সালের আইপিএলে তিনি নিশ্চিতভাবেই সিএসকের হয়ে খেলবেন। গ্রুপ লিগের শেষ ম্যাচ ছিল পাঞ্জাবের বিরুদ্ধে। ওই ম্যাচের টসের সময় ধারাভাষ্যকার ড্যানি মরিসন তাকে জিজ্ঞাসা করেন এটাই আইপিএলে তার শেষ ম্যাচ কী না। এর জবাবে মাহি বলেন, অবশ্যই নয়।