দৈনিক সুন্দরবন ডেস্ক
ক্রিকেট দুনিয়ায় ভারত একটি অন্যতম শক্তিশালী দেশ। এশিয়ার ক্রিকেট জায়ান্ট ভারত এখনও পর্যন্ত তিনবার ক্রিকেট বিশ্বকাপ জিতে নিয়েছে। ভারতের ক্রিকেট তারকারা জনপ্রিয় তো বটেই, তারা বিশ্বের ধনী ক্রিকেটারদের মধ্যেও পড়েন। এবার এই ধনী ক্রিকেটারদের মধ্যেই একজনের ব্যাট হয়ে উঠেছে বিশ্বের সবচেয়ে দামী ক্রিকেট ব্যাট!
২০১১ সালের ১৮ জুলাই লন্ডনে একটি নিলাম অনুষ্ঠিত হয়। সেই নিলামে ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ক্রিকেট ব্যাট ১৬১,২৯৫ মার্কিন ডলারে বিক্রি হয়েছিল। মাহির এই ব্যাট ক্রয় করেছিল আরকে গ্লোবাল শেয়ারস অ্যান্ড সিকিউরিটিজ লি। এই নিলামের মাধ্যমে ভারতের প্রাক্তন অধিনায়কের ব্যাট হয়ে উঠেছে বিশ্বের সবচেয়ে দামী ক্রিকেট ব্যাট।


প্রসঙ্গত, মহেন্দ্র সিং ধোনির এই ব্যাটের সঙ্গে অনেক ইতিহাস জড়িয়ে রয়েছে। ২০১১ সালে বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এই ব্যাট ব্যবহার করেছিলেন মাহি। ধোনির এই ব্যাট থেকেই ভারতের তৃতীয় বিশ্বকাপ জয়ের রান এসেছিল। তাই এই ব্যাট একটু বেশি স্পেশাল।