অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে অবিশ্বাস্য লড়াই করছে টিম ইন্ডিয়া। কেবলমাত্র অজিঙ্কে রাহানে এবং চেতেশ্বর পূজারা চারটি টেস্ট ম্যাচের সবকটিতেই অংশগ্রহণ করেছেন। অন্যদিকে প্রথম পছন্দের বাকি আট খেলোয়াড়ই চোট পেয়ে সিরিজ থেকে ছিটে গিয়েছেন। তাই বাধ্য হয়ে একপ্রকার অনভিজ্ঞ টিম ইন্ডিয়াকে মাঠে দেখা যাচ্ছে। সিরিজের শেষ টেস্ট ম্যাচে ব্রিসবেনের গাব্বায় ডেবিউ করেছেন ওয়াশিংটন সুন্দর এবং টি নটরাজন।
বল হাতে এখনও পর্যন্ত তারা নজরকাড়া পারফরমেন্স করেছেন। দুজনেই প্রথম ইনিংসে তিনটি করে উইকেট নিয়েছেন। এদিকে উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও আগুনের ঝলক দেখিয়েছেন সুন্দর। মায়াঙ্ক আগারওয়াল আউট হয়ে যাওয়ার পর তিনি সাত নম্বরে ব্যাট করতে নামেন। তখন ১৬১ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছে টিম ইন্ডিয়া। শীঘ্রই স্কোর হয়ে দাঁড়ায় ১৮৬/৬।
তারপর অসাধারণ দৃঢ়তা দেখান ওয়াশিংটন সুন্দর এবং শার্দুল ঠাকুর। তারা ১২৩ রানের দুর্দান্ত পার্টনারশিপ গড়েন। এই পার্টনারশিপ চলাকালীন তারা অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লিয়নকে বেশ কয়েকটি বিশাল মাপের ছক্কাও হাঁকিয়েছেন। ওয়াশিংটন সুন্দরের একটি ছক্কা নিয়ে ক্রিকেট মহল থেকে সোশ্যাল মিডিয়া, সর্বত্র ব্যাপক আলোচনা হচ্ছে। লিয়নের একটি ডেলিভারিতে বলের দিকে না তাকিয়েই মিড অনের উপর দিয়ে বিশাল ছয় মারেন এই ভারতীয় অলরাউন্ডার। তার ব্যাটিং দক্ষতায় ক্রিকেটারদের পাশাপাশি ব্রিসবেনে মাঠে উপস্থিত দর্শকরাও একপ্রকার অবাক হয়েছেন!
ওয়াশিংটন সুন্দর এই শট মেরে এতটাই আত্মবিশ্বাসী ছিলেন যে এটি ছক্কা হবে, তিনি বাউন্ডারির দিকে তাকাননি, বা বল কোথায় গেল, সেদিকেও নজর দেননি।
ব্রিসবেনে ভারতের প্রথম ইনিংসে ১৪৪ বলে ৬২ রান করেছেন সুন্দর। সাতটি চার এবং একটি ছক্কায় তিনি নিজের ইনিংস সাজিয়েছেন। ১৯১১ সালের পর এটাই কোনো টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়ায় সফরকারী দলের সাত নম্বরে ব্যাট করতে নামা কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ রান। সুন্দর এবং ঠাকুরের ব্যাটে ভর করে প্রথম ইনিংসে ৩৩৬ রান তুলতে সক্ষম হয় ভারত। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের থেকে মাত্র ৩৩ রান দূরে থেমে যায় টিম ইন্ডিয়ার ইনিংস।
তবে একটা সময় মনে হচ্ছিল, ভারত ২৫০ রানে অলআউট হতে পারে।