অনলাইন স্পোর্টস অ্যাপের বিজ্ঞাপনের জন্য বিপাকে পড়লেন চলচ্চিত্র তারকা প্রকাশ রাজ, তামান্না রানা এবং সুদীপ খান সহ ভারতের প্রাক্তন অধিনায়ক তথা বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) বর্তমান প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি ও টিম ইন্ডিয়ার বর্তমান অধিনায়ক বিরাট কোহলি। তাদের লিগাল নোটিশ পাঠিয়েছে বিচারপতি এন কিরুবকরন এবং বিচারপতি বি পুগালেন্ধিকে নিয়ে গঠিত মাদ্রাস হাইকোর্টের মাদুরাই বেঞ্চ।
মহম্মদ রিজভি নামে এক আইনজীবীর মামলার ভিত্তিতে এই নোটিশ পাঠানো হয়। বিখ্যাত ক্রীড়া এবং চলচ্চিত্র ব্যক্তিত্বরা ফ্যান্টাসি স্পোর্টস অ্যাপের বিজ্ঞাপন করায় তাদের নিন্দায় সরব হয়েছেন এই আইনজীবী। তার মতে, এই ধরণের অ্যাপ ব্যবহার করে অনেক তরুণ টাকা খুইয়ে হতাশায় ভুগছেন। এমনকি অনেকে আত্মহত্যা পর্যন্ত করেছেন।
তথাকথিত টাকা রোজগারের এই অ্যাপগুলির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে। মোবাইল প্রিমিয়ার লিগ (এমপিএল)-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন বিরাট কোহলি। অন্যদিকে মাই ১১ সার্কলের বিজ্ঞাপনে সৌরভ গাঙ্গুলিকে দেখা যায়। আগামী ১৯ নভেম্বরের মধ্যে লিগাল নোটিশের জবাব দিতে হবে উপরোক্ত ব্যক্তিদের।
এই প্রথম নয়, এর আগেও ফ্যান্টাসি স্পোর্টস অ্যাপ নিয়ে বিতর্ক দেখা দিয়েছিল। চলতি বছরের আগস্ট মাসে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কের বিরুদ্ধে এই প্রসঙ্গে একটি মামলা জমা পড়েছিল আদালতে। চেন্নাইয়ের এক আইনজীবীর আদালতে আবেদন করে দাবি তুলেছিলেন, অনলাইন জুয়ার অ্যাপগুলির উপর অবিলম্বে নিষেধাজ্ঞা আরোপ করা হোক। ওই আইনজীবীর মতো, এই ধরণের অ্যাপগুলি ভারতীয় সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদে উল্লিখিত জীবনের অধিকারের উপর হস্তক্ষেপ করে।
ঘটনাচক্রে, তিন বছরের জন্য ভারতীয় ক্রিকেট টিমের পোশাকের স্পনসর হিসেবে এমপিএলের নাম চূড়ান্ত হওয়ার পর মামলাটি দাখিল করা হয় মাদ্রাস হাইকোর্টে। ৮৮ লক্ষ টাকার বিনিময়ে ২০১৬ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত ভারতীয় ক্রিকেট দলের পোশাকের স্পনসর হয়েছিল নাইকি। তাদের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর এমপিএলের সাথে চুক্তি চূড়ান্ত করে ভারতীয় ক্রিকেট বোর্ড। ম্যাচ প্রতি ৬৫ লক্ষ টাকার বিনিময়ে এই অ্যাপের সাথে চুক্তি চূড়ান্ত হয় বলে সংবাদমাধ্যমের রিপোর্ট থেকে জানা যায়। শুধু তাই নয়, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর ত্রয়োদশ সংস্করণের টাইটেল স্পনসর হয়েছে আর একটি অনলাইন স্পোর্টস ফ্যান্টাসি অ্যাপ ড্রিম ১১। এই বিষয়টি নিয়েও বিতর্ক দেখা দিয়েছে।