পিয়ালী মুখার্জী
আমরা যেহেতু গ্রীষ্ম প্রধান দেশে বসবাস করি, তাই গ্রীষ্ম কালেরই বেশিরভাগ সময় ডাবের জল পান করে থাকি। মূলত শরীরকে ঠান্ডা ও সতেজ রাখার জন্য ডাবের জল পান করা হয়। এছাড়া ত্বকের সৌন্দর্য্য বজায় রাখার জন্য ডাবের জল ব্যবহার করা হয়। আজ আমরা ডাবের জলের উপকারিতা সম্পর্কে বিশদে আলোচনা করব।
প্রত্যেকদিন যদি আমরা ডাবের জল দিয়ে ত্বক ওয়াশ করি তাহলে এটি আমাদের ত্বককে মসৃণ, চকচকে করে তুলবে। এছাড়া ফেস প্যাকে আমরা ডাবের জল ব্যবহার করতে পারি। এক চিমটে কসুরী হলদি, ডাবের জল ও চন্দনের গুঁড়ো দিয়ে তৈরি ফেস প্যাক সপ্তাহে তিনদিন ব্যবহার করলে আমাদের ত্বক উজ্জ্বল হয়ে উঠবে। ডাবের জল অ্যান্টি এজিং এজেন্ট হিসেবেও কাজ করে। এছাড়া এই জল ব্যবহার করলে আমাদের ত্বক হাইড্রেট হয়, টানটান থাকে। মুখের ত্বকে দাগ, ছোপ থাকলে একটি কটন প্যাডে ডাবের জল নিয়ে সেটি সারা মুখে ড্যাব করে জলটাকে লাগিয়ে দিতে হবে। সারা রাত রেখে দিতে হবে। এভাবে বেশ কিছুদিন ব্যবহার করলে দাগছোপ থেকে মুক্তি পাওয়া যাবে।
মেকআপ রিমুভার হিসেবেও ডাবের জল ব্যবহার করা যায়। একটি কটন প্যাডে ডাবের জল নিয়ে পুরো মুখে কটন প্যাড দিয়ে ওয়াইপ করতে হবে।