খুনের দায়ে সাজা পাওয়া মহিলা আসামী লিজা মন্টগোমারির মৃত্যুদণ্ড বুধবার গভীর রাতে কার্যকর করল মার্কিন যুক্তরাষ্ট্র। বিগত প্রায় সাত দশকে এই প্রথম মার্কিন মুলুকে কোনো মহিলা অপরাধীর মৃত্যুদণ্ড কার্যকর করা হল। লিজার মৃত্যুদণ্ড কার্যকর করার পর মানবাধিকার কর্মীরা মার্কিন প্রশাসনের বিরুদ্ধে সরব হয়েছেন।
মিডিয়া রিপোর্ট সূত্রে জানা যায়, প্রাণ ভিক্ষার জন্য সুপ্রিম কোর্টে আপিল করেছিলেন লিজার আইনজীবী। তবে শীর্ষ আদালতে সেই আর্জি খারিজ হয়ে যাওয়ার পর লিজার মৃত্যুদণ্ড কার্যকর করার রাস্তা তৈরি হয়। ১৯৫৩ সালের পর এই প্রথম কোনো মহিলা অপরাধীর মৃত্যুদণ্ড কার্যকর করল মার্কিন প্রশাসন।
শুধু সুপ্রিম কোর্ট নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিক ফেডারেল কোর্টেও আপিল করেছিলেন লিজা। তবে কোনো আদালতেই তার আর্জি টেকেনি। মারাত্মক ইঞ্জেকশন (Pentobarbital) দিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করার সিদ্ধান্ত বহাল রাখে সমস্ত আদালত।
এদিকে লিজার আইনজীবী কেলি হেনরির দাবি, তার মক্কেল দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছেন। তাকে কোনোভাবেই মৃত্যুদণ্ড দেওয়া যায় না।
আট মাসের গর্ভবতী এক মহিলাকে অপরহণ এবং তারপর গলা টিপে খুন করার অভিযোগে ২০০৭ সালে লিজাকে দোষী সাব্যস্ত করে আদালত। মা মারা গেলেও সৌভাগ্যক্রমে তার গর্ভে থাকা সন্তানকে বাঁচানো সম্ভব হয়েছিল। মার্কিন প্রশাসন সূত্রে জানা গিয়েছে, লিজার মৃত্যুদণ্ড কার্যকর হওয়া প্রত্যক্ষ করতে ওই মহিলার কিছু আত্মীয় জেলে হাজির হয়েছিলেন।