প্রদ্যুৎ বাছাড়
অস্বাভাবিক মৃত্যু হল এক ব্যক্তির। রবিবার রাতে দক্ষিণ ২৪ পরগনার গোসাবার পাখিরালা গ্রামের ঘটনা। স্থানীয় সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম স্বপন মণ্ডল। তার বয়স প্রায় ৪০ বছর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এদিকে স্থানীয় সূত্রে অভিযোগ, ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন। তবে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।