বেড়াতে গিয়ে বিপত্তি। সুন্দরবন ভ্রমণে গিয়ে সোমবার বিকেলে গোসাবার সাতজেলিয়া এলাকায় লঞ্চ থেকে নদীতে পড়ে গেলেন এক যুবক। তার নাম সৈকত রায়। তিনি নদীয়ার চাকদহের বাসিন্দা। মঙ্গলবার পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি। তল্লাশি চালাচ্ছে পুলিশ।
জানা গিয়েছে, ২২ জনের একটি দলের সঙ্গে সোমবার সকালে কুলতলির কৈখালি থেকে লঞ্চে ওঠেন সৈকত। লঞ্চটি সুন্দরবনের বিভিন্ন এলাকা ঘুরিয়ে দেখাচ্ছিল। বিকেলের দিকে লঞ্চটি যখন গোসাবার সাতজেলিয়া এলাকা দিয়ে যাচ্ছিল তখনই হঠাৎ নদীতে পড়ে যান ওই যুবক। প্রবল স্রোতের মুখে পড়ে তিনি তলিয়ে যান। তার সঙ্গীরা লঞ্চের মধ্যে থাকলেও তাকে উদ্ধার করতে পারেননি। শেষ পর্যন্ত খবর যায় পুলিশ। কুলতলি থানার পুলিশ নদীতে তল্লাশি শুরু করেছে। তবে এখনও সৈকতবাবুর খোঁজ পাওয়া যায়নি। তিনি লঞ্চ থেকে কিভাবে পড়ে গেলেন তা স্পষ্ট হয়নি।