রফিকুল ঢালী, কুলতলি
দক্ষিণ ২৪ পরগনার কুলতলি মইপিট বৈকন্ঠপুর গ্রামে বুধবার সকাল সাড়ে ৬টা নাগাদ বাঘ ঢুকে পড়ে। ভীম নায়েক নামে স্থানীয় এক বাসিন্দার বাড়িতে ঢুকে একটি গরুর উপর বাঘটি ঝাঁপিয়ে পড়ে। এই খবর এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ে। ভীম নায়েকের বাড়িতে তারা ভিড় করেন। ওই বাড়ির কাছে একটি রাস্তায় বাঘটিকে শুয়ে থাকতে দেখা যায়। খবর দেওয়া হয় মইপিট কোস্টাল থানায় ও চিতুড়ী বিট অফিসে। এদিকে আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছালে তাদের দেখে বিক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। এত দেরিতে তারা কেন ঘটনাস্থলে পৌঁছেছেন তা নিয়ে স্থানীয়রা সরব হন। পরিস্থিতি সামাল দেয় পুলিশ। এদিকে বিটঅফিসাররা বাঘটিকে ধরার জন্য জাল দিয়ে এলাকা ঘিরে ফেলেন। চকোলেট বোম ফাটিয়ে বাঘটিকে তাড়ানোর চেষ্টা করছেন। তবুও এলাকায় আতঙ্ক রয়েছে।
আমি তোমাদের ওখানে কাজ করতে চাই