গোটা দেশে ত্রাস সৃষ্টি করার পর এবার মারণ ভাইরাস কোভিড-১৯ থাবা বসাল সুন্দরবনে। সংবাদমাধ্যমের রিপোর্ট থেকে জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ মহকুমার তিন ব্যক্তি করনোভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছিল। পজিটিভ রিপোর্ট পাওয়া গিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, করোনা আক্রান্ত ব্যক্তিরা বামানগর রথতলা, ৯ নম্বর গোবিন্দপুর এবং ৫ নম্বর হালিশহরের বাসিন্দা। জ্বর ও সর্দি-কাশী নিয়ে তারা কাকদ্বীপ হাসপাতালে ভরতি হয়েছিলেন। তাদের প্রাথমিক চিকিৎসা করা হয়। তবে করোনার উপসর্গ থাকায় তাদের লালারসের নমুনা এসএসকেএমে পাঠানো হয়েছিল। সেই নমুনার রিপোর্ট শনিবার এসেছে। তাতে স্পষ্টভাবে লেখা আছে, ওই তিন ব্যক্তির শরীরেই থাবা বসিয়েছে করোনাভাইরাস। এই খবর জানার পরই তড়িঘড়ি ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। ওই তিন ব্যক্তিকে রাজারহাটে সিএনসিতে ভরতি করা হয়েছে। এর পাশাপাশি তাদের বাড়ির লোকজন এবং আক্রান্তদের সংস্পর্শে যারা এসেছিলেন, তাদের সবাইকে চিহ্নিত করে কোয়ারেন্টাইন সেন্টার পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এদিকে এই পরিস্থিতির জেরে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে জরুরি বিভাগ ছাড়া সমস্ত বিভাগ আপাতত বন্ধ রাখা হচ্ছে। তবে ইতিবাচক খবর হল, আক্রান্ত তিন ব্যক্তির অবস্থাই নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে বলে জানা গিয়েছে।