স্বামী-স্ত্রী দুজনেই সাংবাদিক। তবুও স্ত্রীর পেশা পছন্দ হয়নি স্বামীর। স্ত্রীকে বলেছিলেন, কাজ ছাড়তে হবে। তিনি রাজি হননি। তাই অবশেষে স্ত্রীকে গুলি করে খুন করলেন স্বামী। এমনই অভিযোগকে ঘিরে পাকিস্তানে চাঞ্চল্য তৈরি হয়েছে। সোমবার লাহোরের ঘটনা। তবে বিষয়টি আজ সংবাদমাধ্যমের নজরে আসে।
পুলিশ সূত্রে জানা যাচ্ছে, মৃত সাংবাদিকের নাম উরুজ ইকবাল। তিনি একটি উর্দু সংবাদপত্রে চাকরি করতেন। সেন্ট্রাল লাহোরে কুইলা গুজ্জর সিং এলাকায় অফিসে যখন তিনি ঢুকছিলেন, তখন তাকে লক্ষ্য করে গুলি চালান তার স্বামী দিলবার আলি। তিনি উরুজের মাথায় গুলি করেন। ঘটনাস্থালেই তার মৃত্যু হয়। প্রেম করে মাত্র সাত মাস আগে তাদের বিয়ে হয়েছিল। কিন্তু তার পর শীঘ্রই উরুজ-দিলবারের সম্পর্কের অবনতি হয়।
দিলবার পেশায় একটি উর্দু সংবাদপত্রের সাংবাদিক। তিনি কিভাবে এই কাণ্ড ঘটালেন তা নিয়েও একাধিক প্রশ্ন উঠছে। তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। স্বামীর সঙ্গে সম্পর্কের অবনতির পর উরুজ তার অফিসের বিল্ডিংয়ের একটি রুমে থাকতেন। সেখানে থাকা সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে ফরেনসিক ল্যাবে পাঠিয়েছে পুলিশ।