কলকাতা, ১ নভেম্বর: বিশেষজ্ঞদের পরামর্শ মেনে নিল পশ্চিমবঙ্গ সরকার। উত্তর কলকাতা তথা গোটা শহরের যোগাযোগ ব্যবস্থার অন্যতম ভরসা টালা ব্রিজ ভেঙে নতুন করে গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার একটি রিভিউ মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অনুষ্ঠিত এই বৈঠকে ঠিক করা হয়, যত দ্রুত সম্ভব ৫৭ বছরের পুরানো এই ব্রিজ ভেঙে ফেলা হবে। তারপর সেখানেই গড়া হবে নতুন ব্রিজ। আগামীকাল শনিবার রেলওয়ে এবং পিডব্লুডির একটি যৌথ প্রতিনিধি দল ব্রিজ পরিদর্শন করবেন। ব্রিজটি কিভাবে ভাঙা হবে তার বিশদ রিপোর্ট তৈরি করবে এই প্রতিনিধি দল।
প্রসঙ্গত, রাইটস এবং সেতু বিশেষজ্ঞ ভিকে রায়না উভয়ের পরামর্শ ছিল, জরাজীর্ণ টালা ব্রিজ ভেঙে নতুন করে নির্মাণ করা দরকার। সেই পরামর্শ অনুযায়ী ব্রিজ ভাঙার সিদ্ধান্ত নিল সরকার। গত ২৮ সেপ্টেম্বর থেকে এই সেতুতে ভারী যান চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়।