রবিবার নেপালের রাজনৈতিক ক্ষেত্রে নাটকীয় ঘটনা ঘটল। প্রধানমন্ত্রী কেপি ওলি শর্মার নির্দেশে সেদেশের পার্লামেন্ট ডিজলভ করেন প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভাণ্ডারী। বেশ কিছুদিন ধরেই ওলি এবং নেপালের প্রাক্তন শাসক পুষ্পকমল দাহাল ওরফে প্রচণ্ডের মধ্যে ক্ষমতা দখলের লড়াই চলছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ।