ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২০ শুরু হতে এক মাসেরও কম সময় বাকি। ইতিমধ্যে সমস্ত টিম পৌঁছে গিয়েছে সংযুক্ত আরব আমিরশাহীতে। তবে বর্তমানে সংবাদের শিরোনামে রয়েছে চেন্নাই সুপার কিংসের (সিএসকে) সুরেশ রায়না। তিনি আইপিএল ২০২০-তে খেলবেন না বলে জানিয়েছেন। এনডিটিভির রিপোর্ট থেকে জানা গিয়েছে, ব্যক্তিগত কারণে আইপিএলে খেলবেন না বলে জানিয়েছেন রায়না। সিএসকের সিইও কেএস বিশ্বনাথন এই খবর নিশ্চিত করেছেন। তবে রিপোর্ট থেকে জানা যাচ্ছে, তাকে যে হোটেল রুম দেওয়া হয়েছিল, তা নিয়ে খুশি ছিলেন না রায়না।
প্রসঙ্গত, গত ২৯ আগস্ট আমিরশাহী থেকে ভারতে ফিরে যান রায়না। সিএসকের সিইও তখনও জানিয়েছিলেন, ব্যক্তিগত কারণে দেশে ফিরে যাচ্ছেন রায়না। যদিও একটি রিপোর্ট থেকে জানা যাচ্ছে, যে হোটেল রুমে রায়নাকে থাকতে দেওয়া হয়েছিল, তাতেই প্রবল অসন্তোষ প্রকাশ করেছেন রায়না। সিএসকে এমএস ধোনিকে যেরকম হোটেল রুম দেওয়া হয়েছে, সেরকমই রুম চেয়েছিলেন রায়না। যদিও তার সেই দাবি পূরণ করা হয়নি ফ্র্যাঞ্চাইজির তরফে।
আইপিএল ২০২০-এর আগে সিএসকেতে তৈরি হওয়া কোন্দল নিয়ে মুখ খুলেছেন দলের মালিক তথা বিসিসিআইয়ের প্রাক্তন প্রেসিডেন্ট এন শ্রীনিবাসন। রায়নার নাম না নিয়ে তাকে খোঁচা মেরে শ্রীনিবাসন বলেন, আমার মতে আপনি যদি অরাজি থাকেন বা অসুখী হন তাহলে ফিরে যান। আমি কাউকে কিছু করতে জোর করি না….অনেক সময় সাফল্য আপনার মাথায় চড়ে বসে।