সমগ্র দুনিয়াতে এই মুহূর্তে আলোচনার বিষয় হয়ে উঠেছে নভেল করোনাভাইরাস। প্রাণঘাতী এই ভাইরাসে এখনও পর্যন্ত মৃত্যুর সংখ্যা ৪০,০০০ ছাড়িয়ে গিয়েছে। আক্রান্ত প্রায় ১০ লক্ষ। ভারতে এই ভাইরাসে ইতিমধ্যে ৬০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ৩,০০০ ছাড়িয়ে গিয়েছে। সুন্দরবনেও করোনাভাইরাস প্রতিরোধে সতর্কতামূলক পন্থা অবলম্বন করা হয়েছে। ইতিমধ্যে সারা দেশে জারি করা হয়েছে ২১ দিনের লকডাউন। এই কঠিন সময়ে রক্তের সংকট মেটাতে উদ্যোগী হল সুন্দরবন পুলিশ জেলা। শনিবার বিকেল ৫টায় নামখানা ও ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ, সিভিক ভলান্টিয়ার, হোমগার্ড, এনভিএফ, ভিলেজ পুলিশ ভলান্টিয়ারার একটি রক্তদান শিবিরের আয়োজন করে। ফ্রেজারগঞ্জের একটি হোটেলে এই শিবিরের আয়োজন করা হয়। সুন্দরবন পুলিশ জেলার ফেসবুক পেজ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এই রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদবোধন করেন সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার বৈভব তিওয়ারি।


এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সন্তোষ কুমার মন্ডল, ফ্রেজারগঞ্জ উপকুল রক্ষীবাহিনীর কমান্ডিং অফিসার অভিজিৎ দাসগুপ্ত, কাকদ্বীপ মহকুমা পুলিশ আধিকারিক অনিল কুমার রায়, সিআই কাকদ্বীপ শুভব্রত ঘোষ, ফ্রেজারগঞ্জ কোস্টল থানার ওসি রাজু বিশ্বাস, নামখানা থানার ওসি প্রসেনজিৎ জানা, দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের অধ্যক্ষ শ্রীমন্ত মালী, ফ্রেজারগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ডাঃ প্রতীক দাস প্রমুখ। পুলিশ বিভাগের মোট ৫১ জন কর্মী এই কর্মসূচীতে অংশগ্রহণ করেন। পুলিশ সুপার ও অন্যান্য অতিথিরা সকলকে লকডাউন সম্পর্কিত ও করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বাড়ির মধ্যে থাকা, ঘন ঘন সাবান, জল দিয়ে হাত ধোয়া, স্যোশাল ডিসট্যান্সিং সহ অন্যান্য সব সরকারি নির্দেশ মেনে চলার জন্য আহ্বান জানান।