আগামী ২৭ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত গোসাবা পাখিরালয়ে অনুষ্ঠিত হবে সুন্দরবন ফোক ফেস্টিভ্যাল। ইউনেস্কোর সহযোগিতায় এবং পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র ও মাঝারি শিল্প দপ্তরের উদ্যোগে সুন্দরবনে গড়ে তোলা হয়েছে রুরাল ক্রাফট অ্যান্ড কালচারাল হাব ইনিশিয়েটিভ। এর সঙ্গে যুক্ত রয়েছেন সুন্দরবনের ৬৫০ শিল্পী। সুন্দরবনের ঐতিহ্যকে বিশ্বের দরবারে তুলে ধরতে তারা এই ফেস্টভ্যালে অংশগ্রহণ করবেন।