সোমবার, মে ১৭, ২০২১
Home feature ছাদ-বাগানে ফুল ফুটিয়ে তাক লাগিয়ে দিয়েছেন দমদমের অমিতাভ চট্টোপাধ্যায়

ছাদ-বাগানে ফুল ফুটিয়ে তাক লাগিয়ে দিয়েছেন দমদমের অমিতাভ চট্টোপাধ্যায়

৪০৯ Views

কংক্রিটের শহর কলকাতায় এমনিতেই খোলা জায়গা ধীরে ধীরে কমে যাচ্ছে। পাড়ায় পাড়ায় গজিয়ে উঠছে ফ্ল্যাট। পুকুর, জলাশয় বুজিয়ে বেআইনীভাবে বানানো হচ্ছে রেসিডেন্সিয়াল কমপ্লেক্স। তাই শহরের অধিকাংশ বাসিন্দা, বাড়ির সামনে এক টুকরো উঠোন থাকবে, এটা ভাবতেই পারেন না।

ঠিক যেমনটা ভাবতে পারেন না দমদমের অমিতাভ চট্টোপাধ্যায়। তবে এক আত্মীয়ের বাগান থেকে শখ হয়েছিল, তিনিও বাগান করবেন, যেখানে থাকবে রংবেরংয়ের নানা ফুল। কিন্তু জায়গা কোথায়? বাড়ির ছাদেই যদি বাগান করা যায়? যেমন ভাবনা, তেমনি কাজ। ছাদে টব এনে তাতে লাগালেন নানা ফুলের গাছ। বেশ কয়েকমাসের পরিশ্রম আর পরিচর্যার পর সেই গাছে এখন ফুল ফুটেছে। অমিতাভবাবুর ছাদে রয়েছে গাঁদা, ডালিয়া, পিটুনিয়া, গোলাপ, চন্দ্রমল্লিকা। তিনি বলেন, গরমকালে আবার অন্য ফুলের গাছ লাগানোর ইচ্ছে। পরে তিনি বেল, জুঁই, জবা, স্থল পদ্ম, দোলনচাপা ফুলের গাছ নিজের ছাদবাগানে লাগাতে চান। গত দু বছর ধরে কাজের ফাঁকে ফাঁকে অতি যত্নে এই বাগান গড়ে তুলেছেন অমিতাভবাবু। তবে এবারের শীতে বাগানে একটু বেশি গাছ লাগিয়েছেন।

তার এই ছাদবাগানের পিছনে অনুপ্রেরণা কী? অমিতাভবাবু বলেন, আমি আমার এক পিসতুতো ভাই কে দেখে অনুপ্রেরণা পেয়ে বাগান শুরু করি। ওর ছাদে প্রায় 300-350 গাছ আছে। দেখার মতো বাগান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

সুন্দরবনে বাঘের আক্রমণে ফের মৃত্যু

শাহীন বিল্লা, সাতক্ষীরাসুন্দরবনে মধু আহরণ করতে গিয়ে বাঘের আক্রমণে রেজাউল ইসলাম নামে এক মৌয়াল নিহত হয়েছেন। শুক্রবার (১৪ মে) বিকেলে বাংলাদেশের পশ্চিম...

দৈনিক সুন্দরবনের সাংবাদিককে মারধর

দৈনিক সুন্দরবন ওয়েবসাইটের এক সাংবাদিককে মারধর করার অভিযোগ উঠল কুলতলিতে। কোভিড বিধি না মেনে শুক্রবার কুলতলীর রামকৃষ্ণ আশ্রমের কাছে জেটিঘাটে অনেকে ভিড়...

বিনামূল্যে ভ্যাকসিন দিতে হবে: মোদিকে চিঠি বিরোধীদের

ভারতে কোভিড-১৯ পরিস্থিতি ক্রমশই উদ্বেগজনক হয়ে উঠছে। হাসপাতালো রুগীর জায়গা নেই। অক্সিজেনের অভাব। ভ্যাকসিনের অভাব। সব মিলিয়ে স্বাস্থ্যকর্মীদেরও রাতের ঘুম উড়ে গিয়েছে।...

অতিমারির অন্ধকারে ঈদে চাঁদ যেন আশার আলো

সীতাংশু ভৌমিক, ফরিদপুর (বাংলাদেশ) প্রতিবছর ঈদ আসে, পরিযায়ী শ্রমিক-কর্মজীবী মানুষেরা স্বজনদের কাছে ফিরে। বেশিরভাগ ক্ষেত্রে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ থেকেই...

Recent Comments

error: Content is protected !!