ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গুরুত্বপূর্ণ ম্যাচে রবিবার দুবাইয়ে মুখোমুখি হয়েছে রাজস্থান রয়্যালস এবং কলকাতা নাইট রাইডার্স। টসে জিতে এদিন প্রথম বল করার সিদ্ধান্ত নেয় কেকেআর। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৯১ রান তোলে কলকাতা। শুভমান গিল (২৪ বলে ৩৬ রান) শুরুটা ভালো করলেও গোল্ডেন ডাক করেন নীতীশ রানা। রাহুল ত্রিপাঠীর (৩৪ বলে ৩৯ রান) ব্যাটে ভর কেকেআরের ইনিংস কিছুটা এগোয়। ব্যাট হাতে এদিন ব্যর্থ হয়েছেন ক্যারিবিয়ান স্পিনার সুনীল নারায়ণ। তিনিও শূন্য রানে আউট হয়েছেন। গোল্ডেন ডাক করেছেন কেকেআরের উইকেটকিপার-ব্যাটসম্যান দীনেশ কার্তিক।
এরপর কলকাতার ব্যাটিংয়ের হাল ধরেন অধিনায়ক ইয়ন মর্গ্যান (৩৫ বলে ৬৮ নট আউট) এবং আন্দ্রে রাসেল (১১ বলে ২৫ রান)। রাজস্থানের বোলারদের মধ্যে নজর কেড়েছেন রাহুল তেওয়াটিয়া (৪-০-২৪-৩)। খুব ভালো বল করেছেন জোফ্রা আর্চার (৪-০-১৯-১)। আজকের ম্যাচে যে দল জিতবে, তারা প্লে অফের দৌড়ে থাকবে। আর যে দল হারবে, তারা প্লে অফের দৌড় থেকে ছিটকে যাবে। জয়ের জন্য রাজস্থান রয়্যালসকে ১৯২ রান করতে হবে। মাঠে ডিউ রয়েছে। ফলে রাজস্থানের রান তাড়া করাটা মোটেও সহজ হবে না। তবে যে দলে স্টিভ স্মিথ, বেন স্টোকস, সঞ্জু স্যামসনস, জস বাটলার রয়েছেন, তাদের পক্ষে এই রান তাড়া করাটা অসম্ভবও নয়। সম্পূর্ণ স্কোরের জন্য দেখতে থাকুন দৈনিক সুন্দরবন ডট কম।