সত্যজিত মান্না, সাগরদ্বীপ
বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে মঙ্গলবার সাগরদ্বীপে পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক অধিকার রক্ষা কেন্দ্রের উদ্যোগে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে সংগঠনের অগ্রগতি ও মানুষের পরিষেবা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়। এছাড়া কাজ করতে গিয়ে প্রতি মুহূর্তে শাসক দল ও প্রশাসনের তরফ থেকে যে বাধা আসতে পারে, কিভাবে সেগুলির মোকাবিলা করা যায়, তা নিয়েও এদিনের বিশেষ অনুষ্ঠানে আলোকপাত করেন উপস্থিত বিশিষে অতিথিরা। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু বিশেষ কারণবশত তিনি উপস্থিত হতে পারেননি।


এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনা আইএনটিটিইউসি প্রেসিডেন্ট শক্তি মণ্ডল, কলকাতা হাইকোর্টের সিপিডিআর ল সেলের সিনিয়র আইনজীবী মিনতী বসু সহ অন্যান্যরা।