আগামী শুক্রবার থেকে ইডেন গার্ডেন্সে শুরু হচ্ছে ভারত-বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট। নানা কারণে এই ম্যাচটি এখন চর্চার বিষয় হয়ে উঠেছে। প্রথমত, এটি দুই দেশেরই প্রথম দিন-রাতের টেস্ট ম্যাচ। গোলাপী বলের এই টেস্ট ম্যাচের আয়োজন করা হচ্ছে মূলত বিসিসিআইয়ের নয়া প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের উদ্যোগে। বোর্ডের দায়িত্ব নিয়েই ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলিকে এই প্রস্তাব দেন দাদা। অধিনায়কের সম্মতি মেলার পর প্রস্তাব পাঠানো হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। তারা সম্মতি দেওয়ায় ইডেনে প্রথমবারের জন্য দিন-রাতের টেস্ট ম্যাচের আয়োজন করা হচ্ছে। ইতিমধ্যে এই ম্যাচের প্রথম তিন দিনের সমস্ত টিকিট বিক্রি হয়ে গিয়েছে। টেস্ট ক্রিকেটের প্রতি দর্শকদের এই আগ্রহ দেখে ভারতের ক্রিকেট প্রশাসকরা অত্যন্ত খুশি।
এদিকে, বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ এবং ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের তরফ থেকে এই ঐতিহাসিক ম্যাচকে স্মরণীয় করে রাখতে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্ট ব্যক্তিদের। এবার আমন্ত্রিতদের তালিকায় যোগ হল নতুন নাম। ভারত-বাংলাদেশ টেস্ট ম্যাচে ইডেনে উপস্থিত থাকার জন্য শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্যকে আমন্ত্রণ পাঠালেন সৌরভ। বিসিসিআই প্রেসিডেন্ট তার আমন্ত্রণপত্রে অশোকবাবুকে লেখেন, এই ঐতিহাসিক ম্যাচে আপনার উপস্থিতি একান্তই কাম্য। প্রসঙ্গত, সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে শিলিগুড়ির মেয়রের ঘনিষ্ঠতা কারুর অজানা নয়। সৌরভ যখনই শিলিগুড়িতে যান, তখনই দেখা করেন উত্তরবঙ্গের এই প্রবীণ রাজনীতিবিদের সঙ্গে।