২০তম শিলিগুড়ি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আগামী ১৯ নভেম্বর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। শিলিগুড়ি সিনে সোসাইটি এই উৎসবের আয়োজন করছে। সহযোগিতায় রয়েছে দীনবন্ধুমঞ্চ অ্যাডভাইজরি কমিটি, ফেডারেশন অব ফিলম সোসাইটিজ অব ইন্ডিয়া (ইআর)। ১৯ নভেম্বর সন্ধ্যা ৬টায় উদবোধনী অনুষ্ঠান আরম্ভ হবে। এবারের চলচ্চিত্র উৎসবের উদবোধন করবেন পর্যটনমন্ত্রী গৌতম দেব। মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভাইস চান্সেলর ড. সুবিরেশ ভট্টাচার্য। এছাড়া উপস্থিত থাকবেন আইপিএস অফিসার প্রসুন ব্যানার্জী, পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্য, অভিনেত্রী জ্যোতিকা পাল জ্যোতি, অভিনেতা অরুণোদয় ব্যানার্জী (রাহুল) এবং অভিনেতা সায়ন ঘোষ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শিলিগুড়ি সিনে সোসাইটির প্রেসিডেন্ট ডা. সঞ্জীবন দত্তরায়। উদবোধনী দিনে রাজলক্ষ্মী ও শ্রীকান্ত ছবিটি দেখানো হবে। এবারের শিলিগুড়ি চলচ্চিত্র উৎসবে ১১টি দেশের মোট ১৭টি ছবি প্রদর্শিত হবে। উদবোধনী অনুষ্ঠানে বিশেষ নৃত্য পরিবেশন করবে নৃত্য মালঞ্চ। পরিচালনায় সঙ্গীতা চাকী।