রাষ্ট্রসংঘের একটি অনুষ্ঠানে যোগ দিতে তিন দিনের সফরে স্পেনের উদ্দেশে রওনা হলেন বাংলাদেশের প্রধনমন্ত্রী শেখ হাসিনা। রবিবার সকালে তিনি ঢাকা থেকে স্পেনের ফ্লাইট ধরেন। মাদ্রিদে ২ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত রাষ্ট্রসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত ফ্রেমওয়ার্ক কনভেনশনের ২৫তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে যোগ দিতে স্পেন সফরে গিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এবারের সম্মেলনে সভাপতিত্ব করবেন চিলির পরিবেশমন্ত্রী ক্যারোলিনা স্মিদভ জালদিভার।
এদিকে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো সানচেজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে করতে পারেন হাসিনা। স্পেনের রাজা-রানির আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানেও যোগ দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।