দেশদ্রোহিতার অভিযোগে গ্রফতার হওয়া শার্জিল ইমামকে ৫ দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠাল দিল্লির একটি আদালত। দেশদ্রোহিতার মামলায় দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ইমামকে গ্রেফতার করেছে। জেএনইউর এই রিসার্চ স্কলারের আইনজীবী মিশিকা সিং জানান, কড়া নিরাপত্তা ব্যবস্থায় বুধবার সন্ধায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পুরুষোত্তম পাঠকের বাসভবনে ইমামকে হাজির করা হয়।
জামিয়া মিলিয়া ইসলামিয়া এবং আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে বিস্ফোরক বক্তব্য রাখার অভিযোগে মঙ্গলবার তাকে বিহারের জেহানাবাদ থেকে ইমামকে গ্রেফতার করে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। ট্রানজিট রিমান্ডে পাটনা থেকে তাকে দিল্লিতে আনা হয়।