দুর্নীতি সংক্রান্ত কারণে এক বছর নির্বাসনে কাটানোর পর বাংলাদেশ ক্রিকেট দলে প্রত্যাবর্তন করতে চলেছেন সেদেশের তারকা অলরাউন্ডার শাকিব আল হাসান। তাকে স্বাগত জানাতে প্রস্তুত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত বছরের ২৯ অক্টোবর শাকিবকে সাসপেন্ড করেছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল।
আইপিএলে খেলার সময় এক ক্রিকেট বুকি বাংলাদেশের এই অলরাউন্ডারের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেছিলেন। তবে এই বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাননি শাকিব। এই অপরাধেই তাকে সাসপেন্ড করে আইসিসি। শাকিব পরে তার দোষ স্বীকার করেন। এদিকে বাংলাদেশ ক্রিকেট দলে শাকিবের প্রত্যাবর্তনের সংবাদে তার সতীর্থরা ব্যাপক খুশি। বাংলাদেশের টি-২০ দলের অধিনায়ক মাহমুদুল্লাহ জানিয়েছেন যে, গোটা দল শাকিবকে স্বাগত জানাতে প্রস্তুত। ঘরের ছেলের ঘরে ফেরার খুশিতে তারা অত্যন্ত আনন্দিত।
ইএসপিএন ক্রিকইনফোতে প্রকাশিত মাহমুদুল্লাহর বক্তব্য, আমরা সবাই জানি যে বাংলাদেশ ক্রিকেট দলের হয়ে বিগত বেশ কিছু বছর ধরে সেরা খেলোয়াড় হয়ে উঠেছেন শাকিব আল হাসান। ড্রেসিংরুমে তার প্রত্যাবর্তনের জন্য আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি। এটা জেনে ভালো লাগছে যে এবার তাকে আমরা দেখতে পাব, তার সাথে কথা বলতে পারব, তার সাথে সময় কাটাতে পারব। শাকিব হলেন আমাদের চ্যাম্পিয়ন খেলোয়াড়। আমার মনে হয় না ছন্দে ফিরতে তার বেশি সময় লাগবে। ক্রিকেট মাঠে ফেরার সাথে সাথেই তাকে আমরা পুরানো ছন্দে দেখতে পাব বলে আশা করছি।
আমাদের সেরা খেলোয়াড় ফিরে আসছেন, বললেন বিসিবির প্রধান নির্বাচক
বাংলাদেশের ৩৩ বছর বয়সী খেলোয়াড় শাকিব বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে তার পরিবারের সাথে সময় কাটাচ্ছেন। পরবর্তী মাস অর্থাৎ নভেম্বরের প্রথম সপ্তাহে তিনি বাংলাদেশে ফিরে আসছেন। বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন বলেছেন যে তাদের তারকা খেলোয়াড় ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার ছন্দে ফিরবেন। তিনি বলেন, আমাদের শ্রেষ্ঠ খেলোয়াড় মাঠে ফিরে আসছেন। আপাতত আমাদের সামনে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট বা সিরিজ না থাকায় ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণের মাধ্যমে তাকে প্রস্তুত হতে হবে। তার শারীরিক অবস্থা আমাদের পর্যবেক্ষণ করতে হবে। ঘরোয়া ক্রিকেটে তাকে খেলানো যাবে। তাকে পর্যাপ্ত সময় দিতে হবে। তিনি একজন অত্যন্ত অভিজ্ঞ খেলোয়াড়। ছন্দে ফিরতে তার বেশি সময় লাগবে না।