করিমুল হক এখন শুধু উত্তরবঙ্গ নয়, গোটা দেশে একটি পরিচিত মুখ হয়ে উঠেছেন। জলপাইগুড়ি জেলার ধলাবাড়ি গ্রামের করিমুল বাইক অ্যাম্বুলেন্স অনেকের প্রাণ বাঁচিয়েছে। তাঁর এই অক্লান্ত পরিশ্রমের জন্য তিনি সম্মানও পেয়েছেন। ২০১৭ সালে তাঁকে পদ্মশ্রী সম্মান দেওয়া হয়। করিমুলের এই কাহিনী বহু মানুষের কাছে একটা অনুপ্রেরণা। সেই কাহিনী সমগ্র বিশ্বের সামনে তুলে ধরার উদ্যোগ নিয়েছে বলিউড।
করিমুল হকের জীবন নিয়ে বলিউডে একটি ছবি তৈরি করা হবে। সেই বায়োপিকের প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। সংবাদ প্রতিদিনের একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে, করিমুলের বায়োপিক নির্মাণ নিয়ে বলিউডের প্রযোজক করিম মোরানি এবং পরিচালক বিনয় মুদগলের মধ্যে চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। করিমুলও এই চুক্তিতে স্বাক্ষর করেছেন। পরিচালকের ফোন পেয়ে গত বছরের ডিসেম্বরে তিনি মুম্বইয়ে গিয়েছিলেন। তবে বড় পর্দায় করিমুলের চরিত্রে কে অভিনয় করবেন, তা নিয়ে বহুদিন ধরে নানা জল্পনা চলছিল। এবার করিমুলের এক ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গিয়েছে, বড় পর্দায় করিমুলের জীবনী ফুটিয়ে তুলতে পারেন বলিউডের বাদশা শাহরুখ খান। কর্মসূত্রে কুয়েতে থাকা করিমুলের ঘনিষ্ঠ এক ব্যক্তি সম্প্রতি জানান, করিমুলের কাছে চুক্তির কপি পাঠানো হয়েছে। সম্ভবত তাঁর চরিত্রে অভিনয় করতে পারেন শাহরুখ খান। আগামীতে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা হতে পারে।