এবারের গঙ্গাসাগর মেলাকে প্লাস্টিক মুক্ত করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করছে রাজ্যের পরিবেশ এবং পিএইচই দপ্তর। প্লাস্টিক ব্যাগের বদলে এবার মেলায় কাগজের কাপ এবং ব্যাগ ব্যবহার করা হবে। এছাড়া মেলা প্রাঙ্গণে প্লাস্টিক রিসাইক্লিং ইউনিট বসানো হবে, যাতে ব্যবহৃত প্লাস্টিক কাপ এবং ব্যাগ রিসাইকল করা যায়।
পরিবেশ এবং পিএইচই দপ্তরের মন্ত্রী সৌমেন মহাপাত্র সংবাদমাধ্যমকে বলেন, আমরা দেখেছি পূণ্যার্থীরা পূজার সামগ্রী প্লাস্টিকের ব্যাগে নিয়ে আসেন। প্রতি বছর মন্দির কমিটিকে আমরা তহবিল প্রদান করি। এবার আমরা তাদের প্লাস্টিক ব্যাগের বদলে কাগজের ব্যাগ ব্যবহার করতে বলেছি। এর ফলে প্লাস্টিকের ব্যবহার ব্যাপকভাবে কমানো যাবে।
তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নির্দেশ দিয়েছেন গঙ্গাসাগর মেলার সময় দূষণের মাত্রা কমাতে হবে। প্লাস্টিকের বিকল্প হিসেবে বিভিন্ন দোকানে আমরা কাগজের প্লেট ও কাপ প্রদান করব। মেলায় নজর রাখার জন্য এবার ৫,০০০ স্বেচ্ছাসেবক মোতায়েন করা হবে।
পিএইচই হল গঙ্গাসাগর মেলা আয়োজনের নোডাল ডিপার্টমেন্ট। এই মেলায় আগত পূণ্যার্থীদের প্লাস্টিক পাউচে জল দেওয়ার ব্যবস্থা নিয়েছে এই দপ্তর। ব্যবহারের পর ওই পাউচগুলি তাদের কাছ থেকে তৎক্ষণাৎ নিয়ে রিসাইকেল করা হবে, যাতে সেগুলি পুনরায় ব্যবহার করা যায়।
এবছর গঙ্গাসাগর মেলায় আলোর জন্যও বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একটি বৈঠকের পর বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানান, এবারের মেলার জন্য দুটি পৃথক পাওয়ার সাপ্লাই লাইনের ব্যবস্থা করা হয়েছে। কোনো কারণে একটি অকেজো হয়ে পড়লে দ্বিতীয়টি ব্যবহার করা হবে।