সুন্দরবনের গর্ব রয়্যাল বেঙ্গল টাইগার অদূর ভবিষ্যতে নিশ্চিহ্ন হতে পারে। সম্প্রতি এমনই আশঙ্কার কথা শুনিয়েছেন বিশেষজ্ঞরা। তারা জানিয়েছে, উষ্ণায়নের ফলে সমুদ্রের জলস্তর বাড়ছে। এরকম চলতে থাকলে আগামী কয়েক দশকের মধ্যে বিশ্বের উপলকূলবর্তী বিভিন্ন এলাকা জলের তলায় চলে যেতে পারে। সুন্দরবনেও এই প্রাকৃতিক বিপর্যয় দেখা দিতে পারে। সুন্দরবন থেকে রয়্যাল বেঙ্গল বিলুপ্ত হওয়ার আশঙ্কা তৈরির পিছনে এটি একটি বড় কারণ।
১০,০০০ বর্গ কিলোমিটারের বেশি অংশ জুড়ে অবস্থিত সুন্দরবন হল রয়্যাল বেঙ্গলের একমাত্র বাসস্থান। অস্ট্রেলিয়ার জেমস কুক ইউনিভার্সিটির অধ্যাপক বিল লরেন্স বলেন, এই মুহূর্তে চার হাজারেরও কম রয়্যাল বেঙ্গল বেঁচে আছে। বিষয়টি উদবেগজনক। ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর শরিফ মুকুল আমাদের সামনে ভয়ঙ্কর চিত্রটি আরও স্পষ্টভাবে তুলে ধরেছেন। তিনি বলেন, ২০৭০ সালের মধ্যে সুন্দরবন থেকে বাঘ সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে।
কম্পিউটার সিমিউলেশনের মাধ্যমে গবেষকরা জানতে পেরেছেন ঠিক কতদিনের মধ্যে সুন্দরবনের সমুদ্র উপকূলবর্তী এলাকা জলের তলায় চলে যেতে পারে। পাশাপাশি, এই পরিস্থিতিতে বাঘ কিভাবে বেঁচে থাকতে পারে সেই সম্ভাবনা খতিয়ে দেখার পরই এই আশঙ্কার কথা শুনিয়েছেন বিশেষজ্ঞরা।