হাসান পিয়াদা সাকিব: কুলতলি
দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলতলি ব্লকের গুড়গুড়িয়া ভুবনেশ্বরী অঞ্চলের মনি মোহন হালদার ঘেরিতে হঠাৎ বাঘের দেখা মিলল। গ্রামবাসীরা আতঙ্কে রয়েছেন। তাদের রাতের ঘুম উড়ে গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যার দিকে এক ব্যক্তি মাছ ধরতে গিয়ে রয়্যাল বেঙ্গলের দেখা পান। দেখা যায় পায়ের ছাপ। কুলতলী বিট অফিসে বিষয়টি জানানো হয়। এরপর বনদপ্তরের তরফ থেকে এলাকায় নজরদারি শুরু হয়। সারা রাত ধরে চলে পাহারা। গ্রামবাসীরাও এই কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। সঙ্গে ছিলেন খোদ ডিএফও। আশার কথা হল, বাঘটি এলাকায় আর নেই বলেই অনুমান করা হচ্ছে। শনিবার সকালে বনদপ্তরের আধিকারিকরা বলেন, বাঘটি জঙ্গলে ফিরে গিয়েছে। তাই এখন আর আশঙ্কার কোন কারণ নেই। বাঘের নজরদারিতে গ্রামবাসীদের সহযোগিতার জন্য তাদের ধন্যবাদ জানিয়েছেন ডিএফও। তিনি বলেন, এরকম পরিস্থিতি মোকাবিলায় বনদপ্তর সর্বদা প্রস্তুত।