শুক্রবার গভীর রাতে হাবড়ার বিডিও অফিসার শুভ্র নন্দীর বাংলোয় দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল। রাত পৌনে ৩টে নাগাদ পাঁচ জন সশস্ত্র ডাকাত তার সরকারি বাংলোয় ঢোকে। বেডরুমের দরজা ভেঙে বিডিও অফিসার এবং তার স্ত্রী পৌলমীর মুখ বেঁধে দেয় ডাকাত দল। এরপর চলে লুটপাট। পুলিশ সূত্রে খবর, ১৭,০০০ টাকা সহ গয়না এবং মোবাইল ফোন নিয়ে চম্পট দেয় ডাকাতরা। ডাকাত দলের মধ্যে একজন বাংলায় কথা বলছিল। বাকিরা হিন্দিতে কথা বলছিল। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। সিসিটিভি ফুটেজ দেখে ইতিমধ্যে কয়েকজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশের দাবি, শীঘ্রই অপরাধীদের পাকড়াও করা হবে।