মঙ্গলবার শিলিগুড়ি সংলগ্ন সেবকে পথ দুর্ঘটনায় চারজন জখম হয়েছেন। এদিন সকাল পৌনে দশটা নাগাদ সেবকে একটি ট্রাক উলটে পড়ে দুটি ছোটো গাড়ির উপর। দুর্ঘটনার জেরে ছোটো গাড়ি দুটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। সেবকে তীব্র যানজট তৈরি হয়। সিকিমগামী রাস্তায় গাড়ির লম্বা লাইন দেখা যায়। স্থানীয় সূত্রে খবর, আহতদের নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তারা কেউ পর্যটক নন।