চলতি বছরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে। যদিও এই টুর্নামেন্টের সম্পূর্ণ শিডিউল এখনও প্রকাশ করা হয়নি। যদিও আইপিএল ২০২০ শুরু হতে আর মাত্র সপ্তাহ তিনেক সময় বাকি। দুবাই থেকে আবু ধাবিতে ট্রাভেলের ক্ষেত্রে প্রোটোকল এবং চেন্নাই সুপার কিংসে (সিএসকে) কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার জেরে আইপিএল ২০২০-এর সূচি পিছিয়ে যায়।
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, আইপিএল ২০২০-এর প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স (এমআই) এবং সিএসকের মুখোমুখি হওয়ার কথা ছিল। যদিও সিএসকের একাধিক সদস্য করোনায় আক্রান্ত সংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে টুর্নামেন্টের প্রথম ম্যাচে তাদের অংশগ্রহণ সম্ভব নয়। কারণ সিএসকের কোয়ারেন্টাইন পিরিয়ডের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। এবার রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে আইপিএল ২০২০-এর প্রথম ম্যাচে মুখোমুখি হতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি) এবং এমআই। টাইমস অব ইন্ডিয়াতে প্রকাশিত একটি সূত্র বলেছে, প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি) খেলতে পারে। এমএস ধোনির দল যদি খেলতে না পারেন, তাহলে বিরাট কোহলির দল খেলতে পারে। উদবোধনী ম্যাচে সিএসকে খেলবে কী না তা নিয়ে এখনও কোনো নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না। পরিবর্তনের জন্য গভর্নিং কাউন্সিলকে প্রস্তুত থাকতে হবে।
বিসিসিআইয়ের সাথে খুশি নয় ফ্র্যাঞ্চাইজিরা
এদিকে বিসিসিআইয়ের যোগাযোগ ব্যবস্থা নিয়ে প্রবল অসন্তোষ প্রকাশ করেছে ফ্র্যাঞ্চাইজিরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক ফ্র্যাঞ্চাইজির আধিকারিক বলেন, আমিরশাহীতে পা রাখার পর থেকে আইপিএল নিয়ে বোর্ডের দিক থেকে আমরা কোনো স্পষ্ট বার্তা পাইনি। কয়েকদিন আগে প্র্যাকটিস ভেনুতে বিদ্যুৎ চলে গিয়েছিল। টিমের স্টাফরা এফওবি (ট্র্যাকিং ডিভাইস) পাননি। মধ্য প্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরশাহীতে পা দেওয়ার পর থেকে বিসিসিআই এবং ফ্র্যাঞ্চাইজির মধ্যে কোঅর্ডিনেশনের অভাব স্পষ্ট হয়েছে।