ঝাড়খণ্ড এবং ছত্তিসগঢ়ে তৈরি হওয়া নিম্নচাপের জেরে বৃহস্পতিবার কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টিপাত শুরু হয়েছে। বৃষ্টির সঙ্গে সঙ্গে সুন্দরবন, কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে শীত আরও জাঁকিয়ে পড়েছে।
আবহাওয়া দপ্তরের তরফ থেকে আগেই নিম্নচাপের কারণে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল। সেই অনুমান সত্যি করে এদিন বিকেল নাগাদ বৃষ্টি শুরু হয়। বুধবার সর্বনিম্ন তাপমাত্র ছিল ১৩.৯ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টি শুরু হওয়ার পর এদিন তাপমাত্র আরও কিছুটা হ্রাস পেয়েছে।
বড়দিনে কলকাতার আকাশ রোদ ঝলমলে ছিল। কিন্তু বৃহস্পতিবার সকাল থেকেই আবহাওয়া বদলাতে থাকে। এদিন সকাল থেকেই আকাশ মেঘলা ছিল।আবহাওয়া দপ্তর জানিয়েছে, শুক্রবার আবহাওয়ার উন্নতি হতে পারে। মেঘ সরে গিয়ে ফের উজ্জ্বল আকাশ দেখা যেতে পারে। তবে মেঘ কেটে গিয়ে রোদ উঠলে তাপমাত্র আরও কিছুটা কমতে পারে। অর্থাৎ শুক্রবার শীতের তীব্রতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আরএমসি ডিরেক্টর জিকে দাস জানান, বুধবার গভীর রাতে প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড এবং ছত্তিসগঢ়ে তৈরি হওয়া নিম্নচাপের দরুণ মেঘাচ্ছন্ন আকাশ এবং ঝিরি ঝিরি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গ এবং কলকাতায় হালকা বৃষ্টিপাত হলেও বাঁকুড়া, পুরুলিয়া এবং বীরভূমে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মেঘ সরে গেলে শীত বাড়বে।