রবিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) একটি ম্যাচে শার্জায় মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস এবং কিংস ইলেভন পাঞ্জাব। এই ম্যাচে ব্যাটিং দক্ষতার মাধ্যমে চাঞ্চল্য তৈরি করলেন রাজস্থান রয়্যালসের রাহুল তেওয়াটিয়া। এক ওভারে তিনি পাঁচটি ছক্কা হাঁকিয়েছেন। মূলত তার এই মারকাটারি ব্যাটিংয়ের জেরে পাঞ্জাবকে চার উইকেটের ব্যবধানে পরাজিত করেছে রয়্যালস।
জয়ের জন্য ২২৪ রানের টার্গেট তাড়া করতে নেমেছিল রাজস্থান রয়্যালস। জয়ের জন্য শেষ তিন ওভারে তাদের প্রয়োজন ছিল ৫১ রান। এই পরিস্থিতিতে মনে হচ্ছিল পাঞ্জাবের জয় এক প্রকার নিশ্চিত। কিন্তু সমস্ত সমীকরণ বদলে দেন রাহুল। ম্যাচের ১৮তম ওভারে বল করছিলেন শেল্ডন কোট্রেল। ওই ওভার থেকে ৩০ রান তোলেন রাহুল। ৩১ বলে তিনি ৫৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। সাতটি ছক্কায় তিনি সাজিয়েছিলেন নিজের ইনিংস।