কমেডিয়ান কুনাল কামরার পাশে দাঁড়ালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। ফ্লাইটের মধ্যে সাংবাদিক অর্ণব গোস্বামীকে হেনস্থা করার অভিযোগে একাধিক বিমান সংস্থা কামরাকে নিষিদ্ধ ঘোষণা করেছে। রাহুল বলেন, যারা নিজেদের প্রপাগান্ডা প্রচারের জন্য ক্যামেরা ব্যবহার করেন, যখন তাদের দিকে ক্যামেরা তাক করা হয়, তখন তাদেরও জবাব দেওয়া উচিত।
প্রসঙ্গত, ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়া কামরাকে সাসপেন্ড করার পর স্পাইসজেট এবং গো এয়ার সংস্থার তরফ থেকেও এই কমেডিয়ানকে নিষিদ্ধ করা হয়। তারপরই এই বিষয়ে মন্তব্য করলেন রাহুল গান্ধি।