মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আসন্ন কোচবিহার সফরের প্রস্তুতিতে তিনি ব্যস্ত ছিলেন। মমতার সভাস্থলের কাজকর্ম কেমন চলছে তা নিজে গিয়ে দেখে আসেন তৃণমূল কংগ্রেস নেতা তথা উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। ঠিক তার পর দিনই ঘটে বিপত্তি। গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, রবিবাবুর হার্ট অ্যাটাক হয়েছে। প্রথমে তাকে কোচবিহারের একটি নার্সিংহোমে ভরতি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে কলকাতায় আনা হয়। রবীবাবুকে এসএসকেএম হাসপাতালে ভরতি করা হয়েছে। সূত্রের খবর, এসএসকেএমে তার চিকিৎসার জন্য চিকিৎসকদের একটি বিশেষ দল তৈরি করা হয়েছে।