বুধবার রাতে হাউজ অব রিপ্রেজেন্টেটিভ দ্বারা ইমপিচ করা হল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। তৃতীয় মার্কিন রাষ্ট্রপ্রধান হিসেবে ট্রাম্পকে ইমপিচ করা হল। মার্কিন মুলুকে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় প্রেসিডেন্টের ক্ষমতায় লাগাম পরানোর জন্য সংবিধানে ইমপিচমেন্টের সংস্থান রয়েছে।
মোট দুটি অভিযোগের ভিত্তিতে মার্কিন প্রেসিডেন্টকে ইমপিচ করা হল। ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মূল অভিযোগ, ২০২০ সালের নির্বাচনের আগে একটি রাজনৈতিক প্রতিপক্ষের ব্যাপারে বিশদ তথ্য সংগ্রহ করতে তিনি একটি বিদেশী সরকারকে দায়িত্ব দিয়েছেন। বলাই বাহুল্য, দেশের সাংবিধানিক প্রধান হিসেবে এটি তিনি করতে পারেন না। ট্রাম্প এই কাজের নিজের ক্ষমতার অপব্যবহার করেছেন বলে অভিযোগ উঠেছে। এছাড়া এই অভিযোগে তদন্তে কংগ্রেসকে তিনি বাধা দিয়েছেন বলেও অভিযোগ ওঠে।এই দুটি অভিযোগেই দোষী প্রমাণিত হওয়ায় ট্রাম্পকে ইমপিচ করা হল।
হাউজ অফ রিপ্রেজেন্টেটিভে ট্রাম্পের ইমপিচমেন্টে শিলমোহর পড়ার পর এবার বিষয়টি যাবে সেনেটে। রিপাবলিকানদের নেতৃত্বাধীন মার্কিন আইনসভার এই কক্ষে ট্রাম্পের পাল্লা যে ভারী, তার স্পষ্ট ইঙ্গিত পাওয়া গিয়েছে। সেনেটে ইমপিচমেন্টের অভিযোগ থেকে ট্রাম্প যদি খালাস পান, তবুও ইমপিচমেন্টের কলঙ্ক মাথায় নিয়ে তাকে পরবর্তী নির্বাচনে লড়তে হবে।