দৈনিক সুন্দরবন স্পোর্টস ডেস্ক
সমগ্র বিশ্বে করোনাভাইরাস মহামারি চলছে। বন্ধ রয়েছে সমস্ত ক্রীড়া প্রতিযোগিতা। ক্রিকেটও এক্ষেত্রে কোনো ব্যতিক্রম নয়। চলতি বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) গত ২৯ মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিল। তবে কোভিড-১৯ এর কারণে তা ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়। ইতিমধ্যে দেশে লকডাউন জারি করা হয়। এই পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য আইপিএল ২০২০ পিছিয়ে দেওয়া হয়।
এদিকে এই বছরই অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে করোনার কারণে এই টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়েও সন্দেহ দেখা দেয়। সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী সম্প্রতি সংবাদমাধ্যমের কিছু রিপোর্ট থেকে জানা যায়, আসন্ন বিশ্বকাপ স্থগিত করে দেওয়া হতে পারে। তার বদলে চলতি বছরের সেপ্টেম্বর-নভেম্বরে আইপিএল আয়োজিত হতে পারে। সূত্রের খবর, সেটাই হতে চলেছে। অর্থাৎ চলতি বছরের টি-২০ বিশ্বকাপ স্থগিত হয়ে যাওয়া একপ্রকার নিশ্চিত। কয়েকটি রিপোর্ট থেকে আরও জানা গিয়েছে, এ বছরের টি-২০ বিশ্বকাপ ২০২২ সালে আয়োজন করা হতে পারে। এই ব্যাপারে বৈঠকের পর আনুষ্ঠানিক ঘোষণা করবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল।