ঘুর্ণিঝড় বুলবুলে বিধ্বস্ত গোটা সুন্দরবন। বিভিন্ন এলাকায় ঘর হারিয়েছেন কয়েক হাজার মানুষ। ঝড়ের তাণ্ডবে বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় অনেক এলাকা বিদ্যুৎহীন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল রাত পর্যন্ত নবান্নের কন্ট্রোলরুম থেকে গোটা পরিস্থিতির উপর নজর রেখেছেন। রবিবার মুখ্যমন্ত্রীকে ফোন করে বুলবুলের তাণ্ডবে হওয়া ক্ষয়ক্ষতি সম্পর্কে বিশদে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন্দ্রের তরফে তিনি সবরকম সাহায্যের আশ্বাস প্রদান করেন।