বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ভারতীয় ক্রিকেট দল। সীমিত ওভার এবং টেস্ট সিরিজ খেলার জন্য বর্তমানে অস্ট্রেলিয়ায় রয়েছে টিম ইন্ডিয়া। সিডনির একটি হোটেলে রয়েছেন বিরাট কোহলিরা। এই শহর থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরেই দুর্ঘটনায় পড়ে একটি বিমান। সংবাদমাধ্যমের রিপোর্ট থেকে জানা গিয়েছে, অভিশপ্ত বিমানের ইঞ্জিন হঠাৎ করে মাঝ আকাশে অকেজো হয়ে পড়ে। এই পরিস্থিতিতে সিডনির ক্রোমের পার্কে বিমানটি ভেঙে পড়ে। প্রসঙ্গত, সিডনির এই ময়দানে ক্রিকেট ও ফুটবল ম্যাচও অনুষ্ঠিত হয়। যদিও বিমানের দুই যাত্রী গুরুতর চোট পাননি।
অস্ট্রেলিয়ায় পৌঁছানোর পর কোয়ারেন্টাইনে রয়েছে টিম ইন্ডিয়া। আগামী ২৭ নভেম্বর থেকে ভারত-অস্ট্রেলিয়া ক্রিকেট সিরিজ আরম্ভ হবে।