বিশ্বজিৎ মান্না
পাথরপ্রতিমার বিধায়ক সমীরকুমার জানা করোনা আক্রান্ত হয়েছেন। তার দ্রুত আরোগ্য কামনায় বিশেষ উদ্যোগ গ্রহণ করল তৃণমূল কংগ্রেস। পাথরপ্রতিমা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিধায়কের দ্রুত সুস্থতা কামনা করে বুধবার পাথরপ্রতিমায় মঙ্গল মায়ের কাছে পূজা এবং হোমযজ্ঞের আয়োজন করা হয়। এই কর্মসূচীর আয়োজনে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন পাথরপ্রতিমা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি, ব্লক তৃণমূল কংগ্রেসের সম্পাদক ও পাথরপ্রতিমা পঞ্চায়েত সমিতির পূর্ত কার্য্য ও পরিবহন কর্মাধ্যক্ষ প্রিয়রঞ্জন মাজি।
এদিন পাথরপ্রতিমায় তৃণমূল দলীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচীর আয়োজন করা হয়। শুধু বিধায়কই নন, পাথরপ্রতিমার অনেকেই কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। এদিন যজ্ঞের মাধ্যমে তাদের সুস্থতাও কামনা করা হয়েছে দলের পক্ষ থেকে। হিমাংশু শেখর রাউত, রাজবাহাদুর সিং, মতিলাল মাইতি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন।
পাথরপ্রতিমা অঞ্চল তৃণমূল কংগ্রেসের অন্যতম সদস্য সুদীপ্ত মাইতি বলেন, পাথরপ্রতিমার বিধায়ক তথা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সমীরকুমার জানার দ্রুত আরোগ্য কামনায় এই কর্মসূচীর আয়োজন করা হয়েছে। এছাড়া পাথরপ্রতিমায় করোনা আক্রান্ত অন্যান্য ব্যক্তিদেরও সুস্থতা কামনা করা হয়েছে।