ভারতীয় বন্দী কুলভূষণ যাদবকে নিয়ে অবস্থান নরম করল পাকিস্তান। আন্তর্জাতিক আদালতের নির্দেশ অনুযায়ী, এই ভারতীয় নেভি অফিসারকে পাকিস্তানের অসামরিক আদালতে শাস্তি হ্রাস করার আবেদনের সুযোগ দেওয়া হবে। সেই জন্য পাকিস্তান তাদের আর্মি অ্যাক্ট সংশোধন করছে। বুধবার সংবাদ সংস্থা এএনআই পাকিস্তানি মিডিয়া সূত্র উল্লেখ করে জানায়, পাকিস্তানের বর্তমান আইন অনুযায়ী সামরিক আদালতে মামলায় অভিযুক্ত কোনো ব্যক্তি অসামরিক আদালতে আবেদন করতে পারেন না। কিন্তু যাদবের জন্য এই আইনে বিশেষ সংশোধনী আনার উদ্যোগ নিয়েছে পাকিস্তান।
অবসরপ্রাপ্ত ভারতীয় নৌসেনা আধিকারিক যাদবকে ২০১৬ সালে পাকড়াও করে পাকিস্তান। তার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ তুলেছে প্রতিবেশী দেশ। ভারতের দাবি, ইরান থেকে যাদবকে গ্রেফতার করে পাকিস্তানি এজেন্সি। তারপর তাকে পাকিস্তানে আনা হয়। পাকিস্তানের দাবি, তাদের দেশে উগ্রপন্থী কর্যকলাপের জন্য পরিচিত এলাকা বালোচিস্তান থেকে যাদবকে গ্রেফতার করা হয়। যাদবকে গ্রেফতার করার ২২ দিন পর, অর্থাৎ ২০১৬ সালের ২৫ মার্চ এই ঘটনা সম্পর্কে ভারতকে সরকারিভাবে জানায় পাকিস্তান।
আদতে মুম্বইয়ের পোয়াইয়ের বাসিন্দা যাদবকে গুপ্তচরবৃত্তির জন্য ২০১৭ সালের ১০ এপ্রিল মৃত্যুদণ্ড দিয়েছে পাকিস্তানের সামরিক আদালত। পাকিস্তানের ভারতীয় দূতাবাসের তরফ থেকে যাদবের সঙ্গে যোগাযোগ করতে দেয়নি পাকিস্তান। তখন এই বিষয়টি নিয়ে ২০১৭ সালের ৮ মে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হয় ভারত। চলতি বছর এই মামলার শুনানিতে আন্তর্জাতিক আদালত পাকিস্তানের অধিকাংশ দাবি খারিজ করে দেয়। পাকিস্তান দাবি করেছিল, কুলভূষণের নাগরিকত্ব স্বীকার করেনি ভারত। আন্তর্জাতিক আদালত তাদের এই দাবিকে উড়িয়ে দেয়।
আন্তর্জাতিক আদালত স্পষ্টভাবে জানায়, যাদবের ভারতীয় নাগরিকত্ব নিয়ে কোনো সন্দেহ নেই। যাদবের মৃত্যুদণ্ডে স্থগিতাদেশ জারি করে আদালত।