কাশ্মীর ইস্যুতে আন্তর্জাতিক স্তরে বিশেষ কেউ পাকিস্তানের পাশে দাঁড়ায়নি। শুক্রবার একথা স্বীকার করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। জার্মানিতে এক সক্ষাৎকারে ইমরান জানান, পশ্চিমের দেশগুলির কাছে বাণিজ্যিক স্বার্থ অনেক বেশি গুরুত্বপূর্ণ। কাশ্মীর ইস্যুতে তাদের কাছ থেকে খুব উৎসাহ দেখা যায়নি। অর্থাৎ এই ইস্যুতে তারা পাকিস্তানের সঙ্গে সুর মেলায়নি। উলটে ইমরানের অভিযোগ, শান্তি প্রক্রিয়ায় পাকিস্তান উদ্যোগ নিলেও এব্যাপারে ভারতের তরফ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।
ভারতীয় সংবিধানের ৩৭০ নম্বর অনুচ্ছেদ বাতিল করার পর ইসলামাবাদ ও নয়াদিল্লির মধ্যে ক্রমবর্ধমান সম্পর্কের অবনতি প্রসঙ্গে ইমরান বলেন, ভারতে কি ঘটছে সে ব্যাপারে আমি প্রথমেই সারা বিশ্বকে সতর্ক করেছিলাম। হিন্দুত্ববাদ নামে পরিচিত চরমপন্থী মতাদর্শ এখন গোটা ভারতে শক্তিশালী হয়ে উঠেছে। এটা রাষ্ট্রীয় স্বয়ংসেব সংঘের (আরএসএস) মতাদর্শ।