প্রাণঘাতী করোনাভাইরাসে মৃত্যু মিছিল কোনোভাবেই থামানো যাচ্ছে না। গোটা বিশ্বজুড়েই এই ভাইরাস মহামারি তৈরি করেছে। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, করোনাভাইরাসে স্পেনে বেশ কয়েকজনের মৃত্যুর পর সমগ্র বিশ্বে এই ভাইরাসে মৃতের সংখ্যা ৬,০০০ ছাড়িয়ে গিয়েছে।
এনডিটিভির ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, শুধুমাত্র স্পেনে গত কয়েকদিন এই রোগে মোট ১০৫ জনের মৃত্যু হয়েছে। করোনাভাইরাসে গোটা বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে হল ৬,০৩৬। আক্রান্তের সংখ্যা ১৫৯,৮৪৪। করোনাভাইরাসে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে চিনে (৩,১৯৯)। তবে শুধু এশিয়া নয়, ইউরোপেও তড়িৎ গতিতে এই ভাইরাস ছড়াচ্ছে ইউরোপ থেকে এখনও পর্যন্ত ১,৯০৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। করোনাভাইরাসের কারণে ইউরোপে সবচেয়ে খারাপ অবস্থা ইতালির।