দিল্লিতে অবস্থিত ইন্ডিয়া গেটের সামনে বসানো হোক নেতাজী সুভাষচন্দ্র বোসের মূর্তি। নেতাজীর ১২৫তম জন্ম দিনের আগে এমনই দাবি উঠল। সংবাদমাধ্যমের রিপোর্ট থেকে জানা যাচ্ছে, ইতিমধ্যে এই ব্যাপারে একটি অনলাইন পিটিশন দাখিল করা হয়েছে। দেবদত্ত মাঝি নামে এক সমাজকর্মী একটি ওয়েবসাইটে পিটিশন দাখিল করে এই দাবি তুলেছেন। ইন্ডিয়া গেটের ঠিক মাথায় যে ফাঁকা জায়গা রয়েছে, সেখানে মূর্তি বসানোর দাবি উঠেছে। বিষয়টি ইতিমধ্যে মাইক্রোব্লগিং সাইট ট্যুইটারে ভাইরাল হয়েছে।
২০২১ সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। তার আগে এই দাবির যথেষ্ট তাৎপর্য রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। মেজর জেনারেল জিডি বক্সির মতো প্রাক্তন সেনা কর্তারা এই প্রস্তাবে সমর্থন দেওয়ায় এটি আরও জোরদার হয়েছে। টাইমস নাওয়ের একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, এখনও পর্যন্ত ২,৩০০-এরও অধিক মানুষ ওই অনলাইন পিটিশনে স্বাক্ষর করেছেন।