অযোধ্যায় রাম মন্দির প্রসঙ্গে মুখ খুললেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রবিবার ঝাড়খণ্ডের বিশ্রামপুরে বিজেপির একটি নির্বাচনী জনসভায় তিনি বলেন, অযোধ্যায় রাম মন্দির নির্মাণ বিশ্বের কোনো শক্তি আটকাতে পারবে না। পাশাপাশি তিনি জানান, ফ্রান্স থেকে নেওয়া রাফায়েল জেট সীমান্তের ওপারে (পড়ুন পাকিস্তান) জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিতে সক্ষম।
নির্বাচনী জনসভায় উপস্থিত বিজেপি কর্মীদের জয় শ্রীরাম ধ্বনির মধ্যে রাজনাথ বলেন, অযোধ্যায় জাঁকজমকপূর্ণ রাম মন্দির নির্মাণ করা হবে। বিশ্বের কোনো শক্তিই এবার এটা ঠেকাতে পারবে না। রাম মন্দির নির্মাণের রাস্তা প্রশস্ত করেছে সুপ্রিমকোর্ট। কাশ্মীরে সংবিধানের ৩৭০ ধারা বাতিল নিয়েও এদিনের নির্বাচনী জনসভায় মন্তব্য করেন রাজনাথ। তিনি বলেন, ১৯৫২ সালে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় (ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা, বিজেপির পূর্বসূরি) বলেছিলেন, এক দেশে দুটি সংবিধান, দুটি জাতীয় পতাকা এবং দুজন প্রধানমন্ত্রী হতে পারে না। আমরা (৩৭০ ধারা বাতিলের মাধ্যমে) তার স্বপ্ন পূরণ করেছি এবং নির্বাচনী প্রতিশ্রুতি রাখতে পেরেছি।
গত দুদিন ধরে এই রাজ্যে মাওবাদী কার্যকলাপের তীব্র নিন্দা করেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেন, কেন্দ্র এবং রাজ্যের বিজেপি সরকার এর উপযুক্ত জবাব দেবে।