পাঁচুগোপাল মান্না
ওডিআই সিরিজে যে ব্যর্থার সূচনা হয়েছিল, টেস্ট সিরিজেও তা বজায় রইল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে কিউইদের কাছে অসহায় আত্মসমর্পণ করলেন কোহলিরা। ওয়েলিংটনের বেসিন রিজার্ভে ১০ উইকেটের ব্যবধানে নিউজিল্যান্ডের কাছে পরাজিত হয়েছে ভারত। শুধু পরাজয় নয়, ভারতের ব্যাটিং লাইনআপ যেভাবে নিউজিল্যান্ডের বোলিংয়ের কাছে আত্মসমর্পণ করেছে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও অন্য কথা বলছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। ওয়েলিংটনে চারদিনেই ম্যাচের ফয়সলা হয়ে গিয়েছে। ম্যাচ শেষ হওয়ার পর সাংবাদিক সম্মেলনে কোহলি বলেন, একটি পরাজয়ে একটা দল রাতারাতি খারাপ হয়ে যেতে পারে না। বাইরের লোকেদের কথায় আমরা কান দিই না। এটা ঘটনা এই ম্যাচে আমরা প্রত্যাশা অনুযায়ী খেলতে পারিনি। আমরা পরাজয় স্বীকার করছি। তাতে লজ্জার কিছু নেই। পরের ম্যাচে আমরা শক্তিশালীভাবে ফিরে আসব।
যদিও অধিনায়কের আশ্বাসবাণীতে ভারতীয় ক্রিকেট ভক্তরা নিশ্চিত হতে পারছেন না। ওয়েলিংটনে ভারতের স্কোরবোর্ড দেখে তারা ভরসা পাচ্ছেন না। প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১৬৫ রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস। অজিঙ্কে রাহানে (৪৬) ছাড়া ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে কেউ উল্লেখযোগ্য রান করতে পারেননি। অধিনায়ক বিরাট কোহলির (২) ব্যাটে রানের খরা চলছেই। নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে টিম সাউদি এবং কাইলি জেমিসন চারটি করে উইকেট নিয়েছেন। একটি উইকেট নিয়েছেন ট্রেন্ট বোল্ট।
ভারতের প্রথম ইনিংসের ১৬৫ রানের জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংসে মোট ৩৪৮ রান তোলে। নিউজিল্যান্ডডের ব্যাটসম্যানদের মধ্যে উল্লেখযোগ্য রান করেছেন অধিনায়ক কেন উইলিয়ামসন (৮৯), রস টেলর (৪৪), কলিন ডি গ্র্যান্ডহোম (৪৩), কাইলি জেমিসন (৪৪) প্রমুখ। ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে সফল হয়েছেন ফাস্ট বোলার ইশান্ত শর্মা। তিনি পাঁচ উইকেট সংগ্রহ করেছেন (২২.২-৬-৬৮-৫)। এছাড়া একটি করে উইকেট সংগ্রহ করেছেন জসপ্রীত বুমরাহ এবং মহম্মদ শামি।
প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও নিউজিল্যান্ডের বোলিংয়ের সমানে প্রতিরোধ গড়ে তুলতে পারেনি ভারতীয় ব্যাটিং লাইন আপ। মাত্র ১৯১ রানে গুটিয়ে যায় ভারতের দ্বিতীয় ইনিংস। একমাত্র তরুণ ওপেনার মায়াঙ্ক আগারওয়াল (৫৮) ছাড়া কেউ উল্লেখযোগ্য রান করতে পারেননি। টিম সাউদি ৫ উইকেট তুলে নিয়েছেন। এছাড়া ৪ উইকেট সংগ্রহ করেছেন ট্রেন্ট বোল্ট। একটি উইকেট নিয়েছেন কলিন ডি গ্র্যান্ডহোম। ওয়েলিংটন টেস্ট জেতার জন্য দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের মাত্র ৯ রানের প্রয়োজন ছিল। ১.৪ ওভার ব্যাট করে কোনো উইকেট না হারিয়েই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় নিউজিল্যান্ড। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন টিম সাউদি।