গুগলের সিইও সুন্দর পিচাইয়ের সম্প্রতি পদোন্নতি হয়েছে। গুগলের মূল কোম্পানি অ্যালফাবেটের সিইও পদে নিয়োগ করা হয়েছে এই ভারতীয়কে। পদোন্নতির সঙ্গে সঙ্গে তার বেতন বৃদ্ধিও হয়েছে। সিএনবিসির একটি রিপোর্ট অনুযায়ী, এখন সুন্দর পিচাইয়ের বার্ষিক বেতন প্যাকেজ ২৪২ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা মাসে ২ কোটি টাকারও বেশি। ওই রিপোর্টে আরও বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সঙ্গে নথিবদ্ধ হচ্ছে অ্যালফাবেট। এই বিপুল পরিমাণ অর্থের বার্ষিক প্যাকেজের পাশাপাশি টাইম বেসড স্টক অপশন হিসেবে পিচাই পাবেন ১২০ মিলিয়ন মার্কিন ডলার।
সিএনবিসির ওই রিপোর্ট সূত্রে জানা গিয়েছে, পদোন্নতির আগে পিচাইয়ের মাইনের প্যাকেজ ছিল ৬,৫০,০০০ মার্কিন ডলার। অবশ্য এবার তার দায়িত্ব বেড়েছে। তাই একলাফে বেতনও অনেকটা বেড়েছে। অ্যালফাবেটের সিইও হিসেবে বেশ কিছু চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছেন পিচাই। এর মধ্যে অন্যতম হল গুগল কর্মীদের অসন্তোষ। প্রসঙ্গত, গুগলের কিছু নীতি এবং প্রোজেক্ট নিয়ে সংস্থার কর্মীদের প্রবল আপত্তি রয়েছে। কিন্তু তারা এই নিয়ে মত প্রকাশ করতে গেলেই তাদের কন্ঠস্বর রদ করে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। এমনকি এই নিয়ে সংস্থার বিরুদ্ধে বিক্ষোভ দেখানোয় গত সপ্তাহে পাঁচ কর্মীকে বরখাস্ত করেছে গুগল। অবশ্য সংস্থার তরফে এই ছাঁটাইয়ের কারণ হিসেবে বলা হয়েছে, ওই কর্মীরা সংস্থার নীতি অমান্য করেছেন।