করোনাভাইরাস বা কোভিড-১৯ এখন গোটা বিশ্বেই তীব্র আতঙ্ক সৃষ্টি করেছে। এই নভেল ভাইরাসে সমগ্র বিশ্বে ইতিমধ্যে লক্ষাধিক মানুষের মৃত্যু হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় ভারতে ৩ মে পর্যন্ত লকডাউন জারি করা হয়েছে। কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা থেকেও কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। সোশ্যাল ডিসটেন্সিং বজায় রাখাই এই মারণ ভাইরাস থেকে বাঁচার একমাত্র উপায়। অতি প্রয়োজনে বাড়ির বাইরে বেরোলে সঙ্গে রাখতে হবে মাস্ক। কোভিড-১৯ থেকে বাঁচতে এবার এক অভিনব পন্থা অবলম্বন করলেন দমদমের পাতিপুকুরের মাছ ব্যবসায়ী স্বপন ঘোষ। নিউজ ১৮ বাংলায় প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, তিনি হেলমেট পরে বাড়ি থেকে বেরোচ্ছেন। সেই সঙ্গে গ্লাভসও ব্যবহার করছেন। তার মুখে যে মাস্ক রয়েছে, তাতে লেখা রয়েছে, লকডাউন। শুধু নিজের সুরক্ষা নয়, অন্যদের সুরক্ষিত রাখতেও উদ্যোগী হয়েছেন স্বপনবাবু। কোভিড-১৯ থেকে বাঁচতে প্রয়োজনীয় সাবধানতা অবলম্বনের জন্য তিনি অন্যদেরকেও সতর্ক করেছেন।
প্রশাসনের তরফ থেকে লকডাউন জারি করা হলেও কিছু মানুষ এই নিয়ম মানছেন না বলে অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে সবাইকে সচেতন করতে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করলেন স্বপনবাবু। পাতিপুকুর মাছ বাজারে তার দোকান রয়েছে। ৬১ পল্লির এই বাসিন্দার বক্তব্য, যেখানেই যাই লোকে মুখের দিকে তাকিয়ে কথা বলে। লকডাউন লিখেছি কারণ সামনে যে আছে সে লেখাটা দেখে যাতে সামাজিক দূরত্ব বজায় রাখে। কিন্তু হেলমেট পরে কেন বেরোচ্ছেন? স্বপন বাবু বলেন, শুনেছি করোনা ভাইরাস চোখ কান দিয়েও শরীরে প্রবেশ করে। মাস্ক দিয়ে নাক মুখ ঢাকা থাকলেও চোখ কান ঢাকা থাকছে না। তাই বাইক চালানো হেলমেটটা পরছি। আর চোখে সান গ্লাস পরছি।