বিশ্বজিৎ মান্না
করোনাভাইরাসের মোকাবিলায় সার্ক অন্তর্ভুক্ত দেশগুলিকে যৌথভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, এই মারণ ভাইরাসকে পরাস্ত করার জন্য আমাদের একজোট হতে হবে। এর জন্য প্রাথমিকভাবে ১০ মিলিয়ন ডলারের একটি পৃথক আপৎকালীন তহবিল গড়ে তোলার প্রস্তাব দিয়েছেন মোদি।
প্রসঙ্গত, রবিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে সার্ক নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে মোদি ছাড়াও অংশগ্রহণ করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাক্ষ, মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মহম্মদ সোলিহ, নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, ভূটানের প্রেমিয়ার লোটে শেরিং, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরফ ঘানি এবং স্বাস্থ্য বিষয়ে পাকিস্তানি প্রধানমন্ত্রীর স্পেশাল অ্যাসিস্ট্যান্ট জাফর মির্জা প্রমুখ।
একজোট হয়ে করোনাভাইরাসের মোকাবিলা করাই ছিল এই ভিডিও কনফারেন্সের মূল আলোচ্য বিষয়। তবে এই সুযোগে কাশ্মীর ইস্যু উত্থাপন করার সুযোগ হাতছাড়া করেনি পাকিস্তান। জাফর মির্জা বলেন, করোনাভাইরাসের আশঙ্কার যথাযথ মোকাবিলা করার জন্য জম্মু-কাশ্মীরে কড়াকড়ি অবিলম্বে শিথিল করা উচিত। এদিকে এই ভিডিও কনফারেন্সে মোদির মূল বক্তব্য ছিল, পৃথক পৃথকভাবে না থেকে এই অঞ্চলের প্রত্যেক দেশকে একজোট হয়ে করোনাভাইরাসের মোকাবিলা করতে হবে। মোদি আরও যোগ করেন, আতঙ্কিত না হয়ে এই পরিস্থিতি সামলানোর জন্য যথাযথ পরিকল্পনা, প্রস্তুতি নেওয়া প্রয়োজন। পাকিস্তানের প্রতিনিধি মির্জা তার বক্তব্যে করোনাভাইরাসের মোকাবিলায় চিনের উদ্যোগের প্রশংসা করেন। সার্ক অন্তর্ভুক্ত দেশগুলির কাছে তার আর্জি, এই মারণ ভাইরাস মোকাবিলা করার উপায় চিনের থেকে আমাদের শিখতে হবে।
কনফারেন্সের প্রথমদিকে বিভিন্ন নেতৃত্বের বক্তব্যের পর নিজের বক্তব্য পেশ করেন ভারতের প্রধানমন্ত্রী। তার এই বক্তব্যকে সার্ক গোষ্ঠীর অন্যান্য নেতারা সমর্থন করেন। মোদি বলেন, টেস্টিং কিট এবং অন্যান্য সরঞ্জাম সহ আমরা ভারতে চিকিৎসক এবং Rapid রেসপন্স টিমকে একত্রিত করছি। যেকোনো পরিস্থিতিতে তাদের কাজে নামার জন্য প্রস্তুত রাখা হয়েছে। এর পাশাপাশি মোদির প্রস্তাব, কোভিড-১৯ বা করোনাভাইরাসের মোকাবিলায় আমরা একটি আপৎকালীন তহবিল তৈরি করি। আমাদের প্রত্যেকের সাধ্য অনুযায়ী এই তহবিলে অর্থ প্রদান করব। এই তহবিলের জন্য ভারত প্রাথমিকভাবে ১০ মিলিয়ন মার্কিন ডলার। আগামীদিনে দক্ষিণ এশিয়া অঞ্চলে এই ধরণের মহামারি সৃষ্টিকারী রোগের মোকাবিলায় গবেষণার জন্য আমরা একটি কমন প্ল্যাটফর্ম তৈরি করার কথা ভাবতে পারি। এই ক্ষেত্রে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ প্রয়োজনীয় সাহায্য প্রদান করতে পারে।https://twitter.com/narendramodi/status/1239226175508983810/video/1