দীর্ঘ রোগভোগের পর বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন নবনীতা দেবসেন। এদিন রাতে কলকাতায় নিজের বাড়িতেই তিনি মারা যান। দীর্ঘদিন ধরে তিনি ক্যানসারে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।
১৯৫৯ সালে তার প্রথম বই প্রকাশিত হয়েছিল। নাম ‘প্রথম প্রত্যয়’। ‘আমি অনুপম’ নামে তার প্রথম উপন্যাস প্রকাশিত হয়েছিল ১৯৭৬ সালে। ১৯৯৯ সালে তাকে সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার দেওয়া হয়। ২০০২ সালে তাকে দেওয়া হয় পদ্মশ্রী সম্মান। সাহিত্য চর্চার পাশাপাশি তিনি অধ্যাপনার সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৭৫ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্য পড়িয়েছেন। নোবেলজয়ী অর্থনীতিবিদ অর্মত্য সেনের প্রথম স্ত্রীর প্রয়াণে সাহিত্যমহলে শোকের ছায়া নেমেছে। সদ্য নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমকে জানান, কলকাতায় একদিনের জন্য গিয়েছিলাম। নবনীতা মাসির সঙ্গে দেখা করেছি। আমাদের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক।
এখন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে রয়েছেন অমর্ত্য সেন। সেখানেই তিনি প্রাক্তন স্ত্রীর প্রয়াণের খবর পান। তিনি বলেন, কাকে দেখতে যাব। যাকে দেখতে যাব সে তো আর নেই। সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলেছেন, একজন ভালো বন্ধুকে হারালাম। শারীরিক প্রতিবন্ধকতাকে গুরুত্ব দেননি কোনোদিন। অত্যন্ত সাহসী মেয়ে ছিলেন। ভালো বন্ধু হারালাম। নবনীতা দেবসেনের মৃত্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও শোক প্রকাশ করেছেন।